IQNA

আসমানী সুর / পর্ব–৫৩

ভিডিও | হাদি মোহেদআমিনের তিলাওয়াতের অংশ

ইকনা- পবিত্র কুরআন তিলাওয়াত এক আসমানী সুর, যার প্রতিটি আয়াত পাঠে রয়েছে মহাপুরস্কারের অঙ্গীকার এবং যার শ্রবণ অন্তরে আনে প্রশান্তি।

“আসমানী সুর” শিরোনামের এই ধারাবাহিকে আমরা সংগ্রহ করেছি ইরানের খ্যাতনামা কারীদের তিলাওয়াতের উচ্ছ্বাসময়, নিষ্ঠাপূর্ণ ও সৌন্দর্যমণ্ডিত ধ্বনিস্বরের মুহূর্তগুলো; যা কুরআন তিলাওয়াতের শিল্প ও আধ্যাত্মিকতার এক শ্রবণযোগ্য ঐতিহ্য হয়ে থাকবে।
এ পর্বে তুলে ধরা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী হাদি মোহেদআমিনের তিলাওয়াতের একটি অংশ।
আশা করা যায়, এই আয়োজন আল্লাহর বাণীর সঙ্গে অধিকতর মেলবন্ধনের পথে একটি ছোট্ট পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।
 হাদি মোহেদআমিনের কণ্ঠে সূরা আনকাবুতের আয়াত ১৭-এর একটি অংশের তিলাওয়াত শুনুন।
 
 
 
captcha